Header Ads Widget

Responsive Advertisement

ফিরে গেলেন সৌম্য

ছয় দিয়ে ইনিংস শুরু হয় বাংলাদেশের। মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই ওভার বাউন্ডারি মারেন নাঈম শেখ। অ্যাটাকিং মুডে ব্যাটিং শুরু হলেও এরপর দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সৌম্য এবং নাঈম।




তবে স্বাচ্ছন্দ্যে ছিলেন না সৌম্য সরকার। শুরু থেকেই অজি বোলারদের বলে বেশ ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত পরাস্ত হন হ্যাজেলউডের কাছে। ৯ বলে ২ রান করে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৯ রান। উইকেটে অপরাজিত আছেন সাকিব আল হাসান এবং নাঈম শেখ।

এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

করোনার কারণে অজিদের দেওয়া অসংখ্য শর্ত মেনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা পূরণে আন্তরিকতার কমতি রাখেনি বোর্ড। সব শর্ত মেনেই শেষ পর্যন্ত শুরু হয়েছে সিরিজ।

সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‌'হোম অব ক্রিকেট‌' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ